বাসরঘরে বরের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাসরঘরে বিদ্যুতের লুজ কানেকশনের কারণে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু হয়েছে। বরের নাম সোহাগ আলী (২২)। সে শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর উপরটৌলা গ্রামের মাহিদুর রহমানের ছেলে। গত শনিবার  রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহাগের প্রতিবেশী আলমগীর হোসেন জানান, শনিবার শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সুজন আলীর মেয়ে রেশমা খাতুনের সাথে বিয়ে হয় সোহাগের। সারা বাড়িতে তাই ছিলো স্বজনদের হইহুল্লোড়। আলো ঝলমল বিয়েবাড়িতে মহূর্তেই যেন শোকের ছায়া নেমে এলো এ মৃত্যুতে। তিনি বলেন, বাসরঘর সাজানোর সময় লুজ কানেকশনের কারণে সোহাগ বিদ্যুতস্পৃষ্ট হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মাহবুবুল ইসলাম জানান, সোহাগের স্বজনরা হাসপাতালে নিয়ে এলেও পথেই তার মৃত্যু হয়।