ঝিনাইদহে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে শ্বাসরোধ করে হত্যা

 

হত্যার নেপথ্য উন্মোচনে জোর তদন্ত : স্ত্রীসহ দু সন্তানের জিজ্ঞাসাবাদ অব্যাহত

ঝিনাইদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে সদ্য অবসরগ্রহণ করা কনস্টেবল ওবায়দুল ইসলাম মধুকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ জেলা শহরের কালিকাপুর নিজ বাড়ির নিকট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের সময় সুরহতাল রিপোর্ট প্রণয়নকারী পুলিশ অফিসার জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, ঝিনাইদহ শহরের কালিকাপুর থেকে ওবায়দুল ইসলাম ওরফে মধু (৪৮) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি সদর উপজেলার হুদা বাকড়ি গ্রামের মৃত দবির হোসেন জোয়ার্দ্দারের ছেলে। গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের কালিকাপুরের নিজ বাড়ির পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্ত্রী, পুত্র ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী শিখা বেগম, ছেলে লিংকন হোসেন ও মেয়ে লিমা খাতুনকে ঝিনাইদহ সদর থানায় নেয়া হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, নিহত ওবায়দুল ইসলাম গত ৮ আগস্ট চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে অবসরগ্রহণ করেন। অবসরগ্রহণের সময় তিনি সিঁন্দুরিয়া পুলিশ ক্যাম্পে ছিলেন। অবশ্য অপর একসূত্র বলেছে, ৮ আগস্ট থেকে তিনি ছুটি কাটাচ্ছিলেন। এদিকে নিহতের বড় ভাই সদরুল ইসলাম অভিযোগ তুলে বলেছেন, আমার ছোট ভাই ওবায়দুল ইসলামকে তার স্ত্রী, সন্তানরাই হত্যা করেছে।

নিহত পুলিশ সদস্যের নাম ওবায়দুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামের দবির হোসেনের ছেলে। ঝিনাইদহ জেলা শহরের দক্ষিণ-কালিকাপুর এলাকার বাড়িতে থাকতেন তিনি।