স্টাফ রিপোর্টার: করদানে সবাইকে উৎসাহিত করতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে আয়কর মেলা। নগরীর খালিশপুরের তিতুমীর ফেয়ারওয়ে হলে এ মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া আগামীকাল মঙ্গলবার পালিত হবে জাতীয় আয়কর দিবস। এ উপলক্ষে ৫৫ জন করদাতাকে সম্মাননা দেয়া হবে। গতকাল রোববার খুলনা কর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় আয়কর দিবস ও মেলার প্রস্তুতি সম্পর্কে জানাতে কর অঞ্চল খুলনার পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহা।
তিনি জানান, পঞ্চমবারের মতো বিভাগীয় শহর খুলনায় ৭ দিনব্যাপি এবং বাকি ৯টি জেলায় ৪ দিনব্যাপি আয়কর মেলার আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এ বছর যশোরের ঝিকরগাছা, নওয়াপাড়া, ঝিনাইদহের কালীগঞ্জ, কুষ্টিয়ার ভেড়ামারা, বাগেরহাটের মংলা ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ২ দিনব্যাপি আয়কর মেলা অনুষ্ঠিত হবে। খুলনায় করমেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) মোঃ লোকমান চৌধুরী।
এছাড়া জাতীয় আয়কর দিবসে ৩৩ জন সর্বোচ্চ করদাতা এবং ২২ জন দীর্ঘ মেয়াদী করদাতাকে সম্মাননা দেয়া হবে। খুলনা সিটি করপোরেশনসহ প্রত্যেক জেলায় ৩ জন সর্বোচ্চ ও ২ জন দীর্ঘমেয়াদী করদাতা সম্মাননা পাবেন। আয়কর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়, উপ-কর কমিশনার (প্রশাসন) মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।