ফেনসিডিলসহ জেহালার বিপ্লব ও নবাই আটক

চুয়াডাঙ্গার ভিমরুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বিপ্লব ও নবাই চন্দ্র সরকার ফেনসিডিলসহ ধরা পড়েছে। মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে ঢোকার আগে জেলখানার সামনে ৩৬ বোতল ফেনসিডিলসহ তাদেরকে ডিবি পুলিশ আটক করে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমান বিপ্লব (২৮) ও শ্যামপাড়ার বিফল চন্দ্র সরকারের ছেলে নবাই চন্দ্র সরকার (৩১) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সিডিআই মোটরসাইকেলযোগে ৩৬ বোতল ফেনসিডিল বহন করে নিয়ে আসছিলো। গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়ক হয়ে চুয়াডাঙ্গায় ঢুকছিলো। ভিমরুল্লা জেলখানার সামনে পৌঁছুলে ডিবি পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই ইব্রাহিম ও এএসআই রফিকুল ইসলাম।