দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে নষ্ট হচ্ছে বেইলি ব্রিজের সরঞ্জাম

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দীর্ঘদিন থেকে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে বেইলি ব্রিজের সরঞ্জাম। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে খোলা আকাশের নিচে দু যুগ ধরে এসব সরঞ্জাম পড়ে আছে।

জানা গেছে, ১৯৯০ সালের দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা সড়কের ভৈরব নদীর ওপর বেইলি ব্রিজ নির্মাণ করার জন্য এসব সরঞ্জাম স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নিয়ে আসা হয়। এসব সরঞ্জাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে খোলা আকাশের নিচে রাখা হয়। নানা রকমের জটিলতায় এ ব্রিজটি নির্মাণ করা হয়নি। সে থেকে অযত্নে অবহেলায় অর্ধকোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। ইতোমধ্যে ছোটখাটো যন্ত্রপাতি চোরেরা চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসীর দাবি এসব সরঞ্জাম দিয়ে সুবুলপুর-পাটাচোরা গ্রামের ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ করা হোক। বিষয়টি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহল।