ঝিনাইদহের কালীগঞ্জে ১৮ সেপ্টেম্বর যুবলীগের কাউন্সিল সম্পন্ন হবে

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিনেও সম্পন্ন হয়নি। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। নেতৃত্ব প্রদান ও দলীয় কার্যক্রমে তাদের মধ্যে অনেকটা ভাটা পড়েছে। সম্প্রতি যুবলীগের কাউন্সিল সম্পন্ন হবে এ আশার আলো দেখছেন দলীয় নেতাকর্মীরা। আগামী ১৮ সেপ্টেম্বর যুবলীগের কমিটি গঠনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭ জনের নাম পাওয়া গেছে। এসব নেতাকর্মীরা এখন থেকে ভোটারদের সাথে যোগযোগ করছেন।

দলীয় সূত্র জানায়, ১টি ইউনিয়নে তাদের মোট ১৫ জন ভোটার থাকবেন। এ হিসেবে ১১টি ইউনিয়নের ১৬৫ জন ডেলিগেটর প্রার্থীদের ভোট দেবেন। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান যুবলীগের আহ্বায়ক রেজাউল করীম রেজা, যুবলীগ নেতা শিবলী নোমানী, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, কবীর হুসাইন, আব্দুল গাফফার, ইজ্জত আলী ও ফিরোজ আহম্মেদ সেন্টু। সর্বশেষ কাউন্সিল কবে কখন হয়েছিলো তা অনেক নেতাকর্মীর মনে নেই। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, প্রায় এক যুগ পর যুবলীগের কাউন্সিল হতে যাচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর কাউন্সিল হবার কথা রয়েছে। তবে এ তারিখ পরিবর্তনও হতে পারে। দীর্ঘদিন অতিবাহিত হলেও চলতি বছরের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে বলে নেতাকর্মীরা আশা করছেন।