ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মুন্দিয়া এতিমখানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজিপুর মুন্দিয়া এতিমখানা নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। এতিমখানার সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মোদাছের আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজসেবক শরিফুল ইসলাম, সাংবাদিক শিপলু জামান, মিশন আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।