ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা নিরাময় নার্সিং হোমে ভর্তি হয়েছেন। রমজান আলীর স্ত্রী জানান, গত শুক্রবার বিকেলে তাকে নিরাময় নার্সিং হোমে ভর্তি করা হয় এবং গতকাল শনিবার অপারেশন করা হয়। তাকে দেখতে যান পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, পরিচালক কাতব আলী, শঙ্করচন্দ্র জিসিএ’র সভাপতি মকবুল হোসেন ও সুফিয়া কামাল ফেলো শাহানাজ পারভীন চুমকি প্রমুখ। এ সময় পরিবারের লোকজন রমজান আলীর সুস্থতায় দোয়া কামনা করেন।