চুয়াডাঙ্গার সুবদিয়ায় ফসল উৎপাদন বিষয়ক সভায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি

 

বাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে

ডিঙ্গেদহ প্রতিনিধি: উচ্চমূল্য ফসল উৎপাদন বিষয়ক কৃষক উদ্বুব্ধকরণসভা গতকাল শনিবার সকাল ১০টায় সুবদিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ সভার আযোজন করে। চুয়াডাঙ্গা সদর সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। তিনি বলেন, আমাদের দেশের কৃষকেরা গতানুগতিক ধান, পাটের চাষ করে আসছে। ধান বেশি উৎপাদন হলে ফসলের দাম কমে যায়। কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখিন হয়। এজন্য ধান, পাটের আবাদ কমিয়ে দিয়ে উচ্চমূল্য ফসল তরমুজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কপিচাষ করে লাভবান হওয়া যায়। চুয়াডাঙ্গা জেলা তরমুজ চাষের উপযুক্ত মাটি। এখানে ব্যাপক হারে তরমুজ চাষ করলে নিজে লাভবান হওয়া যাবে এবং নিজের পরিবার ও দেশের পুষ্টির চাহিদা মেটানো যাবে। বাড়ির আঙিনাসহ অনাবাদি প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। তিনি আর বলেন, অজ্ঞতার কারণে আমাদের দেশের কৃষকরা সবজিসহ সকল ফসলে কীটনাশক ব্যবহার করছে। এর ফলে মানবদেহে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের রোগ। সবজিতে যৌবিক বালাইনাশক ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার ও সহকারী উপজেলা কৃষি অফিসার খন্দকার মনোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, অতিরিক্ত উপপরিচালক প্রবীর কুমার বিশ্বাস, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল, উপজেলা কৃষি অফিসার তালহা সুবাইর মাসরুর, সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, সমাজসেবক আ. মালেক প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব হোসেন, পদ্মবিলা উপসহকারী কৃষি অফিসার আ. করিমসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার ও এলাকার কৃষকবৃন্দ।