পথে পথে ফুলেল শুভেচ্ছাসহ আনন্দ মিছিল : চুয়াডাঙ্গায় চড়লো উত্তেজনার পারদ

জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্মআহ্বায়ক দায়িত্বভার নিয়ে ফিরলেন চুয়াডাঙ্গায়    

 

 

DSC06805

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্মআহ্বায়ক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে গতকালই ঢাকা থেকে গাড়িবহর নিয়ে চুয়াডাঙ্গায় ফেরেন। এদিকে চুয়াডাঙ্গায় উত্তেজনার পারদ বিকেল থেকেই চড়তে শুরু করে। রাত ৮টায় জেলা শহরে কমিটি মানি না মানবো না স্লোগান নিয়ে মিছিল বের করা হয়। রাত পৌনে ১১টায় নতুন আহ্বায়ক ও যুগ্মআহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা শহরে পৌঁছুলে সংক্ষিপ্ত আনন্দ মিছিল বের হয়।

সন্ধ্যায় জীবননগরের হাসাদাহে পৌঁছুলে জীবননগর যুবলীগ অভিনন্দিত করে। জীবননগরে বিকেল থেকেই শুরু হয় আনন্দ মিছিল। রাত ৮টায় দর্শনায় মিছিল বের করা হয়। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ শুভেচ্ছা জানিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। রাত ১০টায় দামুড়হুদায় শুভেচ্ছা জানানো হয়। রাত পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গায় পৌঁছুলে কেদারগঞ্জ এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হোটেল আল-মেরাজের নিকট এসে ফিরে যায়। এদিকে রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠের নিকট থেকে একটি মিছিল বের হয়। মিছিল থেকে যুবলীগের এ কমিটিকে অবৈধ কমিটি বলে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ মিছিলটি শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের, সাবেক ছাত্রলীগ সভাপতি যুবলীগ নেতা রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আব্দুর রশিদ প্রমুখ। এ সমাবেশ ও মিছিল থেকে যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে অবৈধ দাবি করে এ কমিটি মানি না, মানবো না বলেও স্লোগান দেয়া হয়। অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানানো হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা যুবলীগ আনন্দ মিছিল করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় যুবলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে এসে বাজি-বাজনাসহ পটকা ফাটিয়ে আনন্দ-উল্লাস করেন। রাতে সড়ক পথে যশোর থেকে আহ্বায়ক জিপু চৌধুরী ও যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু হাসাদাহে পৌঁছুলে জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আ. সালাম ঈশার নেতৃত্বে যুবলীগের একটি বহর তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

যুবলীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা যুবলীগ আহ্বায়ক আ. সালাম ঈশা, যুবলীগ নেতা মজিবর রহমান, খায়রুল বাশার শিপুল, সালাহ উদ্দীন কবির, শাহ আলম ছোট বাবু, শামীম সরোয়ার, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল কাদের, মিল্টন, তরিকুল ইসলাম, সেলিম উদ্দিন, সাইদুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে জিপু চৌধুরীকে মনোনীত করায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে অভিনন্দন জানান।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ উল্লাস করেছে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনায় পৌঁছুলে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানানো হয়। দর্শনা পৌর আ.লীগের কার্যালয় থেকে জিপু চৌধুরীকে সাথে নিয়ে বের করা হয় উল্লাস মিছিল। মিছিলটি চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের পুরাতন বাজারস্থ বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে আজাদুল ইসলাম আজাদ ফুলেল শুভেচ্ছা দেন জিপু চৌধুরীকে। এ সময় উপস্থিত ছিলেন- দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, শফিকুল আলম, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, সাবির হোসেন মিকা, শেখ আসলাম আলী তোতা, মামুন শাহ, সোলায়মান কবির, ইকবাল হোসেন, সাজাহান মোল্লা, আমিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মিলন, হাফিজ মল্লিক, মহিবুল, ছাত্রলীগ নেতা নাঈম পারভেজ সজল, রফিকুল ইসলাম ববি, হাফিজুর রহমান হাফিজ, ইমরান হোসেন বিপ্লব, মাফিজুর রহমান, জানিফ আহম্মেদ, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের নেতৃত্বে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আ.লীগ নেতা ইমতিয়াজ হোসেন, লাভলু, কাশেম, জনাব আলী, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, হযরত আলী, ইউনিয়ন যুবলীগ নেতা রানা, ভুট্টু, মমিনুল, ছোট হযরত, শামসুল, শরীফুল, আজিবার, শাহিন, ভুট্টু, হেকমত, ফজু, শামিম, জমাত, নাহিদ, আরিফুল, খালেক, আতিয়ারসহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল শেষে রাত ১০টার দিকে ওবাইদুর রহমান জিপু চৌধুরী গাড়িবহর নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছুলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এ সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে যুগ্মআহ্বায়কসহ ২১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়ায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, কেন্দ্রীয় যুবলীগ নেতা মাসুদ রানা ও সজিবকে ওই আনন্দ মিছিল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন। বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা সোহেল রানা শাহীন, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুটুল, মাসুদ সালেহীন, কলেজছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু, চন্দন, পৌর ছাত্রলীগের সহসভাপতি শাহাবুদ্দীন, তপু মেম্বার, বাপ্পী, সাইফুল, জাহিদ, রনি, সুমন, সুরুজ, শরিফুল, আকাশ, রোমিও, শান্ত, ফাহিম, অন্তর প্রমুখ।