স্টাফ রিপোর্টার: অ্যাজমা বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি ভুয়া সংস্থার নামে চাকরি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। কয়েক মাস ধরে চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার একটি বাড়ি ভাড়া নিয়ে অ্যাজমা রোগের চিকিৎসা দেয়ার নামে প্রতারণা শুরু করে সংস্থাটি। চাকরি প্রত্যাশীরা তাদের দেয়া টাকা ফেরত নিতে এলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
জানা গেছে, মাস কয়েক আগে চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার তানভির আহমেদের বাড়ি ভাড়া নিয়ে অফিস খুলে বসে অ্যাজমা বাংলাদেশ ফাউন্ডেশন। ১০/১২ জনকে চাকরিও দেয়া হয়। সিকিউরিটি মানি হিসেবে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেয় সংস্থাটি। কয়েক মাস চাকরি করেও বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। শেষমেশ গতকাল কয়েকজন এসে সংস্থার চুয়াডাঙ্গা পরিচালক ইসরাইল হোসেন খানের কাছে টাকা ফেরত নেন। এ সময় তিনি জিম্মি হয়ে পড়েন। তাকে জিম্মি করার অভিযোগে বাড়ির মালিক তানভিরকে গতরাতে আটক করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ।