ঝিনাইদহে হত্যা মামলার আসামি বন্দুক তৈরির সরঞ্জামসহ আটক

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হাটগোপালপুর এলাকা থেকে শিশু মনিরা হত্যা মামলার আসামি মিন্টু মুন্সিকে (৩৫) বন্দুক তৈরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে বন্দুক তৈরির সরঞ্জামসহ তাকে আটক করে। সে সদর উপজেলার অচিন্তনগর গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তারা সদরের অচিন্তনগরের শিশু মনিরা হত্যা মামলার আসামি মিন্টু মুন্সিকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে ওই এলাকা থেকে  অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। পুলিশ আরও জানায় যে, সে মনিরা হত্যা মামলার আসামি ও নিজে বন্দুক তৈরি করে গোপনে বিক্রি করে আসছিলো।