জীবননগর সুটিয়ায় বিয়ের আসার থেকে আটক পিতার জেল

 

জীবননগর ব্যুরো: স্কুলপড়ুয়া কিশোরী মেয়ের বাল্যবিয়ে দেয়ার অভিযোগে জীবননগরে বিয়ের আসর থেকে কনের পিতাকে আটক করা হয়। আটক পিতা সামাউল ইসলামকে (৪২) ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন। গতকাল শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের সামাউল ইসলামের মেয়ে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শারমীনা খাতুনের (১৩) সাথে একই উপজেলার খয়েরহুদা গ্রামের জব্বার আলীর ছেলে মুকিনুল ইসলামের (১৮) বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার ছিলো বিয়ের দিন। বাল্যবিয়ের এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কনের পিতা সামাউলকে আটক করে। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেণ ইউএনও নুরুল হাফিজ। বাল্যবিয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক কনের পিতাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেণ। ইউএনও নুরুল হাফিজ জানান, শারমীনা খাতুন ৫ম শ্রেণিতে বৃত্তিলাভ করেছিলো। তাকে জোরপূর্বক বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছিলো।