স্টাফ রিপোর্টার: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নতুন ইজিবাইক খুইয়েছে অটোচালক স্কুলছাত্র স্বাধীন। যাত্রীবেশী দুজন তার সাথে খাতির জমিয়ে ইজিবাইকটি হাতিয়ে নিয়ে যায়। গল্পের ছলে অজ্ঞানপার্টির দু সদস্য স্কুলছাত্রকে বিস্কুট ও জুস খেতে দেয়। সে অচেতন হয়ে পড়লে ইজিবাইকটি নিয়ে লাপাত্তা হয় তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে দিনদুপুরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। অসুস্থ স্কুলছাত্র স্বাধীন চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি গ্রামের শাহ আলম মাস দুয়েক আগে কিস্তিতে একটি ইজিবাইক কেনেন। গতকাল শুক্রবার সকালে তার ছেলে চুয়াডাঙ্গা একাডেমীর নবম শ্রেণির ছাত্র স্বাধীন (১৩) ভাড়া মারার জন্য ইজিবাইকটি বের করে আনে। বিকেলে ভাড়ার জন্য সদর হাসপাতাল চত্বরে প্রতীক্ষা করছিলো স্বাধীন। এ সময় অজ্ঞাতনামা মধ্য বয়সী দু ব্যক্তি সরোজগঞ্জে যাওয়ার জন্য ৩শ টাকায় ইজিবাইকটি ঠিক করে। এ সময় কয়েক মিনিটের মধ্যেই তারা স্বাধীনের সাথে খাতির জমিয়ে ফেলে। হাসপাতাল চত্বরে থেমে থাকা ইজিবাইকে তারা বসে স্বাধীনকে বিস্কুট ও জুস খেতে দেয়। সে অচেতন হয়ে পড়লে তাকে কৌশলে নামিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে তারা সটকে পড়ে। স্বাধীন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতরাত ১২টার দিকে জ্ঞান ফিরলে ঘটনার বর্ণনা দিতে গিয়ে সে জানায়, দেখলে অজ্ঞানপার্টির দু সদস্যকে চিনতে পারবে সে।