মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পাঁচ জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি টোয়েন্টি সিরিজের শিরোপা জিতলো ইংল্যান্ড। বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে রেকর্ড ১৭৫ রান করে ইংল্যান্ড। ওপেনার অ্যালেক্স হ্যামন্ড ও গর্ডন লেইডওয়ান মিলে ৯ ওভারে ৭০ রান করে ফেলেন। পরবর্তীতে ক্যালাম ফ্লিনের অপরাজিত ২৯ বলে ৪৫ ও জর্ডান উইলিয়ামসের ৮ বলে ১৫ রানে চার উইকেট হারিয়ে ১৭৫ করে ইংল্যান্ড।
জবাবে সাত উইকেট হারিয়ে পুরো ২০ ওভার খেলে ১৫৬ রান করতে পারে পাকিস্তান। হাসান আলম ও মাতলুব কুরেইশি প্রথম পাঁচ ওভারে ৪০ রান করে ফেলেন। তবে শেষ পর্যন্ত বড় লক্ষ্যের দৌড়ে রান রেট বজায় রাখতে না পারায় ম্যাচটি হেরে যায় পাকিস্তান। রেহান গণি সর্বোচ্চ ৩৬ রান করেন। ইংল্যান্ডের ফ্রেড ব্রিজেস চার উইকেট নেন।