বাংলাদেশের সাথে ম্যাচ পাতিয়েছিলো পাকিস্তান!

স্টাফ রিপোর্টার: নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানের সাবেক কোচ জাভেদ মিয়াঁদাদ। ১৯৯৯ সালের বিশ্বকাপে কয়েকজন খেলোয়াড় ইচ্ছে করে বাজে খেলার কারণে পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছিলো বলে দাবি করেছেন তিনি। যদিও ওই ম্যাচ নিয়ে এর আগেও অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে এতো দিন পর একই দাবি তুললেন জাভেদ মিয়াঁদাদও। পাকিস্তানি একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৯৯ সালের বিশ্বকাপে তারই কোচ থাকার কথা ছিলো। কিন্তু বিশ্বকাপ শুরুর আগমুহুর্তে কয়েকজন খেলোয়াড় আপত্তি করায় তিনি পদত্যাগ করেন। খেলোয়াড়দের দুর্নীতি আর অনিয়ম নিয়ে কথা বলার কারণেই তারা আপত্তি করেছিলো বলেই মিয়াঁদাদ দাবি করেন।
এ প্রসঙ্গে বলতে গিয়েই তিনি বলেন, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ এবং ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের খেলোয়াড়রা ইচ্ছে করেই খারাপ খেলে হেরেছে। সম্প্রতি তখনকার পিসিবি প্রধান মাহমুদ দাবি করেন, মিয়াঁদাদ দল নির্বাচনে আরও বেশি ক্ষমতা চেয়েছিলেন বলেই তাকে সরিয়ে দেয়া হয়। কিন্তু মাহমুদ সত্য লুকিয়েছেন দাবি করে মিয়াঁদাদ বলেন, আসলে আমি উনাকে কয়েকজন খেলোয়াড়ের ব্যাপারে সতর্ক করে বলেছিলাম, এরা ইচ্ছে করে খারাপ খেলছে, কিছু ম্যাচের ফল বদলে দিচ্ছে। কিন্তু উনি বিশ্বাস করেননি। তিনি বলেন, সেবার বিশ্বকাপে এ খেলোয়াড়রাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে অপ্রত্যাশিত হারের জন্য দায়ী ছিলো। তা ছাড়া সেই বিশ্বকাপের ফাইনালে কী হয়েছিল, তাও সবার জানা।