আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের তামিমুল

 

মাথাভাঙ্গা মনিটর: কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসরে আর্চারির বালক ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের তামিমুল ইসলাম। ভারতের নিশানাথ কুমাওয়াটকে হারিয়েছেন তিনি। আর্চারির বালিকা বিভাগেও পদক পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টে মালয়েশিয়ার মাজলান নুরামনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের নন্দিনী খান স্বপ্না। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহসভাপতি শোয়েব চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এবারের আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এক হাজার ক্রীড়াবিদ আর্চারি ছাড়াও সাঁতার, অ্যাথলেটিকস, টেনিস, ভারোত্তলনসহ মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।