শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
ডিঙ্গেদহ প্রতিনিধি: ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম ৪র্থ পর্যায়’ শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় গতকাল বুধবার সকাল ১০টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে। জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, বাল্যবিয়ে ও যৌতুক একটি সামাজিক ব্যধি। এর ফলে নারীশিক্ষার হার কমে যায় এবং নারী নির্যাতন, জনসংখ্যা, মা ও শিমু মৃত্যুর হার বৃদ্ধি পায়। বহু বিয়ে বেড়ে যায়। অপুষ্ট ও প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে। এছাড়াও বাল্যবিয়ে ও যৌতুক দণ্ডনীয় অপরাধ। আমাদের দেশে নারী সন্তানদের সমাজের বোঝা মনে করা হয়। ছেলেদের মতো সকল ক্ষেত্রে সুযোগ পেলে মেয়েরা দেশের মানবসম্পদে পরিণত হবে। এ জন্য মেয়েদের বাল্যবিয়ে না দিয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রায়মান, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিন।