নওগাঁ থেকে কাজের সন্ধানে চুয়াডাঙ্গায় এসে ট্রেনে কাটা পড়ে কৃষিশ্রমিকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মকবুল দেওয়ান নামে এক কৃষিশ্রমিক মারা গেছেন। চুয়াডাঙ্গা-মোমিনপুর রেলস্টেশনের মাঝামাঝি পাঁচকপাট নামক স্থান থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালমর্গে নেন। নিহত মকবুল দেওয়ান (৫৫) নওগাঁ জেলার সাপাহার থানার কল্লোলপুর গ্রামের মৃত মাঙ্গুনিয়া দেওয়ানের ছেলে।

চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি ইনচার্জ খোরশেদ আলম জানান, মকবুল দেওয়ান কাজের সন্ধানে একই এলাকার সাইদুর রহমানের সাথে কাজের উদ্দেশে চুয়াডাঙ্গায় আসেন। সকালে তারা দুজন দু রেললাইন দিয়ে হাঁটার সময় মকবুল পাচকপাট ব্রিজের ওপর উঠলে ট্রেন চলে আসে। কিছু বুঝতে না পেরে ব্রিজের এক পাশে দাঁড়িয়ে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় পড়ে তিনি মারা যান। নিহত মকবুলের সাথে থাকা সাইদুর রহমান রহমানই তার বাড়িতে খবর দেন। তিনি আরও জানান, সাপাহার থানাকে বিষয়টি অবগত করেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশকে মকবুলের নিহত হওয়ার সংবাদ জানান। এ খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়া হয়। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হবে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্ত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই রাখা ছিলো। আজ শুক্রবার পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়ে পুলিশ।