গাংনীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলোচনাসভা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলাতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলোচনাসভা গতকাল বৃহস্পতিবার বিকেল উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের আহ্বায়ক সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে ও তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মাছুম-উল হক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভাপতির বক্তব্যে কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তাসহ বিভিন্ন দিক তুলে ধরে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন সাহিদুজ্জামান খোকন।

মতামত প্রকাশ করে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া মেহেরপুর জেলায় তেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা উন্নয়ন করা হয়নি। কৃষিক্ষেত্রে একটি উজ্জ্বল সম্ভাবনাময়ী জেলা হচ্ছে মেহেরপুর। কৃষিকে এগিয়ে নিতে স্থানীয় পর্যায়ে গবেষণা ও কৃষিতে ছেলেমেয়ের লেখাপাড়ার সুযোগ করে দিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এ উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনেক সুবিধা উল্লেখ করে বক্তারা আরো বলেন, এশিয়া মহাদেশের একটি বৃহৎ ভীত্তি পাটবীজ খামার রয়েছে চিৎলায়। এ খামারেই কৃষি বিশ্ববিদ্যালয় করা সম্ভব হবে। এ উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আগামীতে উপজেলা জেলা, বিভাগীয় শহর ও ঢাকা শহরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক সিরাজুল ইসলাম, সুজন গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক ফজলুল হক সেন্টু, মহিলা কলেজ প্রভাষক মহিবুর রহমান মিন্টু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, হাজি মহা. মহসিন আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী কানন, মাজেদুল হক মানিক, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।