জীবননগরে গয়েশপুর ধোপাখালী ও উথলী বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ একজন আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গয়েশপুর ধোপাখালী ও উথলী বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ ও ১৯২ বোতল ফেনিসিডিল উদ্ধার করেছে। এ সময় ধোপাখালী বিজিবি ফেনসিডিলসহ আটক করেছে মাধবখালী গ্রামের লাল্টু মিয়া (৪২)। লাল্টু মিয়া আটক হলেও তার অপর সহকর্মী ফিরোজ হোসেন এ সময় পালিয়ে যায়। গতকাল বুধবার বিজিবি পৃথক অভিযান চালিয়ে মদ ও ফেনসিডিল উদ্ধারসহ লাল্টুকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে গয়েশপুর বিওপির টহল দলের কমান্ডার নায়েক নজরুল ইসলাম ফোর্স নিয়ে গয়েশপুর হেলেঞ্চার মাঠের পুকুর পাড়ে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। রাত ৩টার দিকে উথলী বিওপির টহলদলের কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুছ ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মাঠে অভিযান পালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২০ ফেনসিডিল উদ্ধার করেন। এছাড়াও ধোপাখালী বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার আব্দুল মতিন ফোর্স নিয়ে মাধবখালী বিলের মধ্য থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ মাধবখালী গ্রামের বাবর আলীর ছেলে লাল্টু মিয়াকে আটক করে। এ সময় একই গ্রামের নেরাখার ছেলে ফিরোজ হোসেন পালিয়ে যায়। বিজিবি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরসহ গতকালই তাকে জীবননগর থানায় সোপর্দ করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান আটকের বিষয় নিশ্চিত করেছেন।