জীবননগর কাশিপুর কমিউনিটি ক্লিনিকে হারবাল ওষুধের রমরমা ব্যবসা

 

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের উপজেলার উথলী ইউনিয়নের কাশিপুর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার নামে চলছে হারবাল ওষুধ বিক্রির রমরমা ব্যবসা। ক্লিনিকের স্বাস্থ্য সহকারী কাওছার আলীর সহযোগিতায় নাসিম উদ্দিন নামে এক ব্যক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের মাঝে সর্বরোগের ওষুধ বিক্রি করে হাতিয়ে নিয়েছে প্রায় লক্ষাধিক টাকা। সরকার যেখানে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধি বিতরণ করছে, সেখানে সরকারি অফিসে বসে পিনাকল সোর্সিং নামক ইউনানি কোম্পানির ওষুধ বিক্রি করে কথিত ডাক্তার সরলসোজা রোগীদের নিকট হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, গত সোমবার কাশিপুর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী কাওছার আলীর সহযোগিতায় ক্লিনিকে কথিত নাসিম উদ্দিন নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে গ্যাস্ট্রিক, আলসার, টিউমার, ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার, কিডনিতে পাথর, চক্ষু রোখসহ যাবতীয় জটিল ও কঠিন রোগের দাওয়াখানা খুলে রোগী প্রতি ২০ টাকা ফি নিয়ে সেবাপত্র দেন। সেবাপত্রে লেখা ওষুধ রোগীদের হাতে ধরিয়ে দিয়ে প্রত্যেকের নিকট হাতিয়ে নিয়েছেন ৭ থেকে ৮শ টাকা। স্থানীয়রা এ তথ্য তুলে ধরে বলছেন, কমিউনিটি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতির কথা শুনে এলাকার রোগী সাধারণ হুজুগে মেতে ওঠে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপস্থিত রোগীদের কথিত ডাক্তারকে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। জনশ্রুতি উঠেছে, স্বাস্থ্য সহকারী কাওছার আলী দিনভর ওষুধ বিক্রি করে মোটা অঙ্কের টাকা কমিশন নিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।