স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম মোবাইলফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও ভারতীয় এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল) একীভূত হতে যাচ্ছে। দু কোম্পানির ব্যবসা একীভূত করা যায় কি-না ইতোমধ্যে তা পর্যালোচনার কাজ শুরু করেছে প্রতিষ্ঠান দুটির মালিক পক্ষ। এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা ও রবির কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর গতকাল বুধবার একীভুত হ্ওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রবি ও এয়ারটেলের পক্ষ থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিষয়টি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে দু ব্যবসা প্রতিষ্ঠান একীভূত করার (রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড) যে পর্যালোচনা প্রক্রিয়া তা সুনিশ্চিত চুক্তিতে পরিণত হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘোষণা উভয় প্রতিষ্ঠানের পর্যালোচনার উদ্যোগকে সহায়তা এবং পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদানের সুবিধা ও এতদসম্পর্কিত নিয়ন্ত্রক সংস্থা সমূহের সাথে আলোচনার পথকেও সহজ করবে। এ বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি হলে আজিয়াটা ও ভারতীয় এয়ারটেল পরবর্তীতে ঘোষণা দেবে।