খবর: (সাংবাদিক সায়েম হত্যা মামলার পলাতক আসামি শিপলুর আদালতে আত্মসমর্পণ)
ঠেলায় পড়ে ঢেলায় সালাম
সব বাবাজিই ঠোকে,
সময় এলে কী আর করা
লাল গারদে ঢোকে।
ভিকসিনি খুব মারে যারা
দিব্যি ঘেরা খাবে তারা
বলেন প্রবীণ লোকে-
গেরোয় পড়ে কাঁদতে হবে
দেখতে পাবেন চোখে।
বলবো কী আর তোকে;
ভালো থাকা যায় না বাছা
কাউকে ফেলে শোকে!
-আহাদ আলী মোল্লা