স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ইবি শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

 

ইবি প্রতিনিধি: স্বতস্ত্র পে-স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকেরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির পাশাপাশি গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শিক্ষক সমিতির উদ্যোগে একটি ৱ্যালি বের হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেতন বৈষম্য দূর করে অষ্টম পে-স্কেলে সিলেকশন গ্রেড, অধ্যাপকদের সচিবের সমান বেতন-ভাতা ও স্বতন্ত্র পে-স্কেল দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির পাশপাশি ৱ্যালি করেন শিক্ষকবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এএইচএম আক্তারুল ইসলাম জিল্লুর নেতৃত্বে ৱ্যালি বের হয়। বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে থেকে ৱ্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনের নিচতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু। এ সময় অধ্যাপক ড. কামাল উদ্দীন, অধ্যাপক ড. রাশিদ আসকারী, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. রুহুল কেএম সালেহ, অধ্যাপক মাহবুবুল আরফিন প্রমুখ উপস্থিত ছিলেন।