চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা মেলার উদ্বোধন করেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাসিস, আইসিটি ও গ্রামীণফোনের সৌজন্যে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার মুসফিকুল আলম হালিম ও সাব্বির হোসের সানি। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, আমাদের বিদ্রোহী কবি জগৎটাকে আপন হাতের মুঠোয় পুরে দেখতে চেয়েছিলেন। আর তারই প্রতিফলন আজকের ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশে সর্বপ্রথম দ্বিতীয় প্রজন্মের ইন্টারনেট আসে। পরবর্তীতে কাজের সুবিধার্থে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট এসেছে। একদিন আর উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট আসবে। আমরা ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই দেশ বিদেশের খবর জানতে পারি। ইন্টারনেট আমাদের জীবনকে সহজতর করেছে। তবে এর অপকারিতা থেকে আমাদের বিরত থাকতে হবে।

আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজসেবা অফিসার আব্দুল্লা আল সামি। অনুষ্ঠানে সরাসরি ইন্টারনেট সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কার দেয়া হয়। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহে জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। বিকেল ৫টার দিকে শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।