চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

 

SAM_0648

মাথাভাঙ্গা ডেস্ক: ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাকের সৌজন্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ৱ্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গাস্থ বিভিন্ন এনজিওর সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সহকারী কমিশনার মুসফিকুল আলম হালিম, সাব্বির হোসেন সানি, তরিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের প্রথমে কুরআন থেকে তেলাওয়াত করেন নওশের আলী। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম। বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৬১ ভাগ। সাক্ষরতার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৬৪তম। একটি দেশের উন্নয়নে সাক্ষরতার ওপর নির্ভর করে। দেশে টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন মানবসম্পদ উন্নীত হবে। যে দেশের মানুষ প্রতিকূল পরিবেশে মানবসম্পদের উন্নয়ন করেছে তারাই আজ বিশ্বের দরবারে উন্নত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রত্যেক সচেতন নাগরিককে দায়িত্ব নিতে হবে। প্রত্যেক মহল্লায় রুটিন করে পাঠদান করলে একদিন বাংলাদেশে সাক্ষরতার হার শতভাগ হবে। এভাবে কাজ করলে ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশ নয়, একটি উচ্চ মধ্যম আয়ের দেশ গড়তে পারবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার জেসমিন নাহার।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সকালে উপজেলা ক্যাম্পাস হতে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালি শেষে উপজেলা মিলনায়তনে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অপরদিকে, মুজিবনগরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অফিস চত্বরে আলোচনাসভায় প্রকল্প ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্পন্সার শিক্ষা অফিসার ঝর্ণা খাতুন। ৱ্যালি ও আলোচনাসভায় ২৪০ জন স্পন্সার ছাত্রছাত্রী ও মায়েরা অংশগ্রহণ করে।

মেহেরপুর অফিস জানিয়েছে, ৱ্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে একটি ৱ্যালি বের হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ফাতেমাতুজ্জোহরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, জেলা এনজিও ফোরামের সভাপতি হাজি মোশারফ হোসেন প্রমুখ। এর আগে ৱ্যালিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের ছেলে-মেয়েরা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা পরিষদ থেকে একটি ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গাংনী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। বক্তব্য রাখেন গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, প্রি ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৱ্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে ৱ্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দীন ও গোলাম ফারুক। বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট অফিসার এএসএম আবু সাইদ, উপপরিচালক সৈয়দ নাসিদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী উপজেলার কর্মকর্তা-কর্মাচারীবৃন্দ।