কুষ্টিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। কুমারখালীর পান্টি ইউনিয়নের নগর কয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর এ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে এলাকার জনৈক মোহম্মদ ইসলাম উদ্দিন মিয়া ও আক্তার হোসেন লেবুর নেতৃত্বে কুচক্রীমহল হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে আসছে। এলাকার অনেকেই জানান, আশির দশকে ওই গ্রামে ২০-২৫ ঘর হিন্দু সম্প্রদায় বসবাস করলেও, বর্তমানে ওই গ্রামে মাত্র ৫-৭ ঘর হিন্দু পরিবার বসবাস করছে। হিন্দু সম্প্রদায়ের জমিজমা যারা খুব অল্প টাকায় ক্রয় করে তারা এখন প্রচুর জমির মালিক হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদেরই নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমানে যেসকল হিন্দু পরিবার বসবাস করছে তাদের জমিতে চাষাবাদ করতে দেয়া হচ্ছে না। হিন্দুদের গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য নির্যাতন করা হচ্ছে বলে ধারণা করছে ভুক্তভোগীরা।

অভিযুক্ত মোহম্মদ ইসলাম উদ্দিন মিয়া বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়। এলাকার কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সুনাম নষ্ট করার চেষ্টা করছে। এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কেউ কারো সাথে কথা বলে না। এর আগে হিন্দুদের আমের বাগান থেকে আমপাড়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, বিরোধের বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।