কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মিলিয়ান পিওর ড্রিংকিং ওয়াটার কারখানায় র্যাব সদস্যরা অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে আজবের নেতৃত্বে একটি টিম মিলিয়ান পিওর ড্রিংকিং ওয়াটার কারখানায় তল্লাশি চালায়। এ সময় অনুমোদনবিহীন এ কারখানার মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানা সিলগালা করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ সময় কারখানার মালিক খন্দকার আলী আজমকে পানি প্রস্তুত ও বাজারজাতকরণে বিএসটিআই’র অনুমোদন আছে কি-না জিজ্ঞাসা করা হলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিএসটিআই’র অনুমোদন ছাড়াই পানি প্রস্তুত ও বাজারজাত করা এবং পানির বোতলের গায়ে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকার অপরাধে খন্দকার আলী আজমকে আটক করা হয়। পরে ওই পানির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খন্দকার আলী আজমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।