কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে রাতুল (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে ক্ষেমিরদিয়াড় গ্রামের শাহীন ইসলামের ছেলে ও ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, রাতুল নিজ বাড়ির পাশে¦ খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এরপর স্কুলে যাওয়ার জন্য তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায়।