সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমানকে বদলিজনিত কারণে বিদায় দেয়া হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের সচিব পদে বদলি হন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বিদায় অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ওসমান গনি, সাইফুল ইসলাম স্বপন মাস্টার, প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মহিলা প্যানেল চেয়াম্যান হাসিনা খাতুন, মেম্বার মকলেচুর রহমান, মহাসিন আলী, আকবর আলী, হোসেন আলী, আলাউদ্দিন, ফারুক হোসেন, মাহাবুবুর রহমান, মালেকা খাতুন, রিনা পারভিন ও নবাগত সচিব মোশারফ হোসেন।