ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামে আওয়ামী লীগ যুবলীগের অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গতপরশু সন্ধ্যার পর কে বা কারা কয়েকটি মোটরসাইকেলযোগে সাহেবপুর গ্রামে আওয়ামী লীগ যুবলীগের অফিসে হামলা চালিয়ে অফিসটি গুঁড়িয়ে দিয়ে যায়। এদিকে এ বিষয়ে গতকাল বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের গাংনী মোড়ে আওয়ামী লীগের অফিসে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদসভায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা ইব্রাহিম বিডিআরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন ফারুক, হয়রত আলী, সজল, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, ইমাদুল হক, মিরাজ, দিদার, মিঠুন, মাহাবুল, শাহির হোসেন, মুসা, একরামুল, কালু, লাল্টু, ঝন্টু, ওয়াসিন, পলাশ, হুসাইন, মাসুম, শিমুল, রশিদ, হাবীব, ইউনিয়ন ছাত্রলীগনেতা জাহাঙ্গির, হাবিব, মুরাদ, হাবলু, যুবলীগনেতা রশিদ, ওয়াহিদ, রকির, ইমরান, শ্যামল, শাওন, চান্দু, মুবিন প্রমুখ। বক্তারা বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের হাতকে শক্তিশালী করতে সাহেবপুর আওয়ামী লীগ যুবলীগের অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় সাহেবপুর গ্রাম থেকে ৫০ জন বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মী যোগদান করেন। গতপরশু কে বা কারা আওয়ামী লীগ যুবলীগের পাটি অফিস ভেঙে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে অপমানিত করা হয়েছে বলে বক্তারা মনে করেন।