গাংনী প্রতিনিধি: গাংনীতে পটেকমার চক্রের সদস্য ফারুক মাঝিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মেহেরপুর গাংনীর বামন্দী পশুহাটে পকেট মারতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ফারুক। গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ফারুক মাঝি পিরোজপুর জেলা সদরের কদমতলা গ্রামের মৃত কাশেম মাঝির ছেলে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বামন্দী পশুহাটে কফিল উদ্দীন নামের এক গরু ব্যবসায়ীর ১ লাখ ৬০ হাজার টাকা পটেকমারে ফারুক। এ সময় হাটের অন্যান্য ক্রেতা-বিক্রেতারা পকেট মারার দৃশ্য দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাকে কিছুটা উত্তম-মধ্যমও দেয়। পরে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় নেয়। ফারুকের নামে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।