লিফটে আটকে গেলেন ৭ সংসদ সদস্য!

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবনে নানান সমস্যা কথা বলে আসছিলেন সংসদ সদস্যরা। আর সেইসব সমস্যা সমাধানে ভবনগুলোতে পরিদর্শনে গিয়ে আটকা পড়েছিলেন জাতীয় সংসদের সাত এমপি। এর মধ্যে চারজন ছিলেন নারী সংসদ সদস্য। গতকাল সোমবার সকালে দশম জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ কমিটির সদস্যদের নিয়ে মানিকমিয়া এভিনিউস্থ ১ থেকে ৬ নং সংসদ-সদস্য ভবনে বসবাসরত সদস্যদের বিভিন্ন সমস্যাদি চিহ্নিত করে সমাধানের জন্য সরেজমিনে পরিদর্শনে যান এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় পরিদর্শনকারী দলের সাত সদস্য ৩ নম্বর ভবনের লিফটে ওপরে উঠতে গেলে ৮ম তলায় গিয়ে লিফট আটকে পড়ে। প্রায় ১০ মিনিট তারা আটকে ছিলেন। পরে লিফটম্যানের সহায়তায় তারা বের হয়ে আসেন।