স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের সম্পদ তহবিল, আর্থিক ব্যবস্থাপনা ও ডিডিএলজি, ইউএনও এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, সহকারী কমিশনার তরিকুল ইসলাম, মুসফিকুল আলম হালিম, সাব্বির হোসেন সানি, জেসমিন নাহারসহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনেক দায়িত্ব। সঠিকভাবে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন করলে পল্লি এলাকায় অনেক উন্নয়ন করা যেতে পারে। চেয়ারম্যানদের ওয়ার্ড থেকে বাজেট তৈরি করতে হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের সম্পদ রক্ষার্থে আর্থিক তহবিল গঠন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমের কৈফিয়ত বা খবরদারি করতে পারবেন। এছাড়া ১% টাকা ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্যই ব্যয় করতে হবে। নিজের স্বার্থে ব্যয় করা যাবে না। পল্লি অঞ্চলের উন্নয়নে চেয়ারম্যানরাই বিশেষ ভূমিকা রাখতে পারেন। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান।