কেরুজ জেনারেল ক্লাব পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল

 

দর্শনা অফিস: কেরুজ জেনারেল ক্লাব পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। এ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম অবস্থায় পরিণত হয়েছে কেরুজ আঙিনা। নির্বাচন পরিচালনা কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গত ৫ সেপ্টেম্বর ঘোষিত তফশিল অনুযায়ী কাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ৪৭৩ জন ভোটার গোপন ব্যালোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির পদাধিকার বলে সভাপতি চিনিকলের এডিএম। ১০টি পদের মধ্যে ৭ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- ক্রীড়া সম্পাদক আতিয়ার রহমান আতা, কোষাধ্যক্ষ দারুল ইসলাম ও ৫ সদস্য। এছাড়া ৩টি পদের বিপরীতে যারা মাঠে রয়েছেন তারা হলেন- সহসভাপতি পদে আজিজুল হক (হারিকেন), আসাদুল হক ব্যাকা (ছাতা), সাধারণ সম্পাদক প্রার্থী সিআইসি শাহ আলম (বাইসাইকেল) সিডিএ ওমর আলী (চাঁদতারা), সহসাধারণ সম্পাদক আবুল হোসেন (হাতপাখা) ও ইদ্রিস আলী (আনারস)।