স্টাফ রিপোর্টার: রাজধানীতে গতকাল শুক্রবার আলাদা দুর্ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো মোশাররফ হোসেন পারভেজ (১৪), মুন্নি আক্তার (১৪) ও মামুন (৩২)। তেজগাঁওয়ের কুনিপাড়ায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্র মোশাররফ হোসেন পারভেজ। তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পারভেজের বাবার নাম জালাল উদ্দিন। সে পরিবারের সাথে কুনিপাড়ায় থাকতো।
দুপুর ১২টার দিকে মুগদা ওয়াবদা গলি এলাকায় গলায় ফাঁস দিয়েছে স্কুলছাত্রী মুন্নি আক্তার। তার বাবার নাম হোসেন। মা আফিয়া বেগম জানান, স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো মুন্নি। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মৎস্য ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনের মৃত্যু হয়। তিনি বৈদ্যুতিক খুঁটির তার পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানান তার সহকর্মী রেজা আহমেদ। মানুন কিছু সময় সেখানেই ঝুলে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।