মেহেরপুর অফিস: মেহেরপুরে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শহরের ৯নং ওয়ার্ডবাসী। রাস্তার বেহাল অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৯নং ওয়ার্ডের প্রধান ডাকঘরের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও পেছনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় জুনায়েদ ইমতিয়াজ, রমজান শেখ, রকিবুল, আফতাব, আজিজসহ ৯ নং ওয়ার্ডবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, দীর্ঘ ৩ বছর ধরে পৌর মেয়র আলহাজ মো. তাচ্ছিম বিল্লাহ মতু প্রধান ডাকঘর সংলগ্ন ৯নং ওয়ার্ডে প্রধান সড়কসহ অন্যান্য সড়কগুলো সংস্কারের জন্য বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু ওই প্রতিশ্রুতি কোনো কাজে আসছে না। তবে ভাঙাচোরা ওই সড়কের সামনে শহরের কলেজ মোড়ে পানির ফোঁয়ারা তৈরি করা হচ্ছে। আমরা এলাকাবাসী ফোঁয়ারা তৈরির কাজ বন্ধ করে দিয়েছি। আমাদের রাস্তা সংষ্কার না হওয়া পর্যন্ত আমরা ওই কাজ করতে দেবো না। ৯নং ওয়ার্ডের বেহাল রাস্তাগুলো সংস্কারেরও দাবি জানান তারা।
এ ব্যাপারে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ বিন হাশেম ওরফে কামরুল হাসান জানান, ৯নং ওয়ার্ডবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কথা শুনেছি। এলাকাবাসী যেটা করেছেন সেটা তাদের নায্য দাবী। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ইউজিএফ-৩ প্রকল্পের আওতায় প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে ৯নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ করবো।