নৌকাবাইচ বাঙালির হাজার বছরের ঐতিহ্য

মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা পুরস্কার বিতরণকালে এমপি টগর

 

DARSANA PIC (2)

দর্শনা অফিস: প্রতিবছরের মতো এবারো মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর প্রত্যয় যুবসংগঠনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতায় ৭টি দল অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে মাথাভাঙ্গা নদীর পারকৃষ্ণপুর ভিমখালী ঘাট থেকে মেমনগর ব্রিজঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদীপথে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়- মিম ইলেকট্রনিক্স, সিঙ্গার প্রো দর্শনা, রাইজিং গ্রুপ ঢাকা, দর্শনা ইলেকট্রনিক্স অ্যান্ড আরএফএল ভিশন, ক্রোকারিজ গার্ডেন আরএফএল দর্শনা, রোমাঞ্চ ফ্যাশন অ্যান্ড মোবাইল জোন, দর্শনা মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও দর্শনা সোসাইটি লিমিটেড। এ সাতটি দলের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয়েছে- মিম ইলেকট্রনিক্স সিঙ্গার প্রো দর্শনা, দ্বিতীয় হয়েছে- রাইজিং গ্রুপ ঢাকা এবং তৃতীয় হয়েছে- দর্শনা ইলেকট্রনিক্স অ্যান্ড আরএফএল ভিশন। পরে পারকৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, নৌকাবাইচ আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। যারা প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার। সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আইয়ুব আলী রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম ও খোরশেদ আলম। কিতাব আলী ও মোখলেসুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- ডা. রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, ইউপি সদস্য খায়রুল বাসার, জিয়াবুল হক, হাবিবুর রহমান হাবি, শফিউল্লাহ, সবুর আলী, যুবলীগ নেতা সাজাহান মোল্লা, আব্দুস সালাম ভুট্টো, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, পলাশ, মিস্টার প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি টগরসহ অতিথিরা।