স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইন্টারনেট সেবা সকল মানুষের কাছে একেবারে বিনা পয়সায় দেয়া উচিত। তাহলে গ্রাম-শহরের ডিজিটাল বৈষম্য কমবে। তিনি বৃহস্পতিবার সকালে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সপ্তম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাইবার জগত সাইবার অপরাধীদের হুমকির মুখে আছে। তাদের আইনের মাধ্যমে এবং প্রযুক্তিগতভাবে মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, মাতৃভাষায় ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি ও তাকে কাজে লাগানো আরেকটা চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইউটি কম্পিউটার সোসাইটির চিফ প্যাট্রন প্রফেসর মো. আব্দুল মোত্তালিব, অধ্যাপক আবু রায়হান, কম্পিউটার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহম্মেদ প্রমুখ। মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ হাজার ৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।