আলমডাঙ্গার ফুলবগাদী যুবলীগের প্রতিবাদসভা অনুষ্ঠিত

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গায় ফুলবগাদী ও নিমতলা ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও গাংনী আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবুর ছবি সংবলিত বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনছের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন ফারুক। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, মিনাজুল ইসলাম, নাসির হোসেন, মহিদুল ইসলাম, যুবলীগের জাফর হোসেন, লিটন হোসেন, ডালিম হোসেন, শাহরিয়ার, এনামুল হক, জিনারুল ইসলাম প্রমুখ। বক্তারা শেখ মুজিবুর ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিলবোর্ড যারা ছিঁড়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেন।