তারেক রহমানের কারামুক্তি দিবস পালন

চুয়াডাঙ্গা ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস   পালন করেছে বিএনপি। চুয়াডাঙ্গা বিএনপির দু অংশ যেমন পৃথক স্থানে তেমনই দামুড়হুদাতেও পৃথকভাবে অভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া মেহেরপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে কারামুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয় বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেল ৪টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পৌর বিএনপির সভাপতি আরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, রউফুনাহার রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহজাহান খাঁন, বিএনপি নেতা হাজি রবিউল ইসলাম বাবলু, ছাত্রদল নেতা হুমায়ুন কবীর আকাশ, রনি জোয়ার্দ্দারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। অপরদিকে

অপরদিকে গতকাল সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম রতন ও জেলা বিএনপির সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু জাফর মন্টু, জেলা বিএনপির সদস্য কৃষক দলের সেক্রেটারি নাজমুস সালেহীন লিটন, জাসস সভাপতি শহিদুল হক বিশ্বাস, বিএনপি আইনজীবী ফোরামের নেতা অ্যাড. মঈনুল হোসেন, অ্যাড. বদিউজ্জামান, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিন্টু, রবিউল ইসলাম লিটন, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, তৌফিকুজ্জামান তৌফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, সিনিয়র যুগ্মআহ্বায়ক আবু তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, সুজন মালিক প্রমুখ।

           দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. ওয়াহেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান মিল্টন।

অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির অন্য গ্রুপ দামুড়হুদা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ছাত্রদল নেতা আমিনুল ইসলাম রশিদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মজিবার রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক আনিছুজ্জামান, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা অহিদুজ্জামান।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল মালেক মণ্ডলের সভাপতিত্বে আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, তরুণদল নেতা মোতালেব হোসেন, শহিদুল ইসলাম, সোলায়মান বাদশা, আবু সাঈদ, যুবদল নেতা সজল, আমিনুল, শাহবুল, নয়ন, ছাত্রদল নেতা হাসু, জাকির, হাসান, লিংকন, মামুন, সাইফুল, শাহীন, সজিব প্রমুখ। উপস্থাপনা করেন ছাত্রদল নেতা আরাফত হোসেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাসভা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আ. আলীম ও হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ।