ঝিনাইদহের শৈলকুপা বহুল আলোচিত কসাইখানা হিসেবে খ্যাত আয়েশা (প্রা.) হাসপাতাল সিলগালা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা শহরে বহুল আলোচিত কসাইখানা হিসেবে খ্যাত আয়েশা (প্রা.) হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। সেই সাথে হাসপাতালের সমস্ত মালামাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন- শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার বাবর ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাশেম খান।

কয়েক দিন আগে এই (প্রা.) হাসপাতালে অ্যাপেন্টিসাইড অপারেশন করতে গিয়ে উপজেলার শেখড়া গ্রামের হিটলার নামের এক যুবক নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শৈলকুপা থানায় আয়েশা প্রাইভেট হাসপাতাল মালিক সাইদুল ইসলাম, তার শ্যালক বাবু, সার্জিক্যাল ডা. আসলাম হোসেন এবং অ্যানেসথেসিয়া ডা. রেজাউল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যামামলা রুজু হয়েছে।

বর্তমানে আসামিগণ পলাতক রয়েছে। পুলিশ জানায়, কবিরপুর তিন রাস্তার মোড়ে এই আয়েশা হাসপাতাল থাকাকালীন ইতঃপূর্বেও সিজার করতে গিয়ে পৌর এলাকার ফাজিলপুর গ্রামের রাফেজা খাতুন নামের এক প্রসূতির মৃত্যু ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে পরে স্থান পরিবর্তন করে এ হাসপাতালটি কবিরপুর নতুন ব্রিজের মোড়ে আনান সিটি গার্ডেন নামের একটি ভাড়াবাড়িতে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করে।