বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে আলোচনাসভা

 

গাংনী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর গাংনীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে গাংনী কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপির সকল ইউনিটের নতুন কমিটি গঠন করতে হবে। সে লক্ষ্যে কিছু ব্যক্তি মনগড়া কমিটি গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়। যোগ্য ও ত্যাগী নেতাকার্মীরা যদি কমিটি থেকে বাদ পড়ে তাহলে তার বিরুপ প্রভাব পড়বে আগামী আন্দোলন সংগ্রামে। দলীয় চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী সবাইকে নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা। গাংনী পৌর কাউন্সিলর বিএনপি নেতা আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, রাইপুর ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, কাউন্সিলর সাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি গিয়াস উদ্দীন, কৃষকদল নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল হাশেম ফুলচাঁদ, যুবদল নেতা সাইফুল ইসলাম সেলিম, সোহরাব উদ্দীন, মশিউর রহমান রুবেল, আকবর আলী, আব্দুল, ভাদু মণ্ডল, বাবু, মোস্তফা, মানা প্রমুখ।