দামুড়হুদার ঠাকুরপুরে দলদলির বিলে জোরপূর্বক মাছ ধরেছে প্রতিপক্ষরা

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা ঠাকুরপুরের দলদলির বিলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে গিয়েছে প্রতিপক্ষরা। বিলের ইজারাদার জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন ধরে লিজ গ্রহণের মাধ্যমে দলদলির বিলে মাছচাষ করে আসছি। কিন্তু দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ওসমান আলীর ছেলে মান্দার আলী, আলাউদ্দীন, লাল চাঁদ, আলী বগরার ছেলে রুস্তম আলী, তুজাম আলীসহ ১০/১২ জন জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে পাহারাদার আব্বাস আলীকে ভয়ভীতি ও হুমকিধামকি দিয়ে প্রায় ৬০/৭০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়।