বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গত মঙ্গলবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সী আরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি সংবাদপত্রের স্বাধীনতা, দেশে খাল খনন, বয়স্ক শিক্ষা, নারীর অধিকার, শ্রমিকের অধিকারসহ সর্বস্তরের জনগণের অধিকার প্রতিষ্ঠার কাজ করে গেছেন। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য অ্যাড. এমএম শাহজাহান মুকুল, মনিরুজ্জামান মনির, অ্যাড. ওয়াহিদুল আলম মানি খন্দকার, ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইকবাল হোসেন, হাজি মান্নান, মাহাবুল হক, রাজিব, শাহজাহান খান ও আব্দুল খালেক। সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিটু। সভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।