চুয়াডাঙ্গায় জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির প্রশিক্ষণ কর্মসূচির বিজ্ঞপ্তি

 

জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলায় অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলোয়াড় (ছেলে এবং মেয়ে) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল ২ সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ওই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাইয়ের নিমিত্তে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখ চুয়াডাঙ্গা স্টেডিয়ামে আগ্রহী খেলোয়াড়দের বাছাই করা হবে। আগ্রহী খেলোয়াড়দের খেলার সরঞ্জাম ও জন্মনিবন্ধনের ফটোকপিসহ উল্লেখিত তারিখে বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। ধন্যবাদান্তে- চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।