বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে চান কাকা

মাথাভাঙ্গা মনিটর: আগামী মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন তারকা প্লেমেকার কাকা। ইতোমধ্যে কোচ দুঙ্গাকেও সন্তুষ্ট করতে পেরেছেন বলেই দাবি জানিয়েছেন তিনি। চলসি মাসের শুরুতে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেভরোলে ব্রাজিল গ্লোবাল ট্যুরের জন্য ৩৩ বছর বয়সী ওরলান্ডো সিটি এ তারকাকে দীর্ঘদিন পরে দলভুক্ত করেছেন দুঙ্গা যা অনেককেই বিস্মিত করেছে। মেজর লিগ সকারে ফুটবলটা বেশ উপভোগ করছেন সাবেক ফিফা বিশ্ব সেরা এ খেলোয়াড়। সেখানে নিজের প্রতিভারও প্রমাণ দিয়েছেন। সে কারণেই তাকে ডাকতে বাধ্য হয়েছেন দুঙ্গা। তবে কাকা বিশ্বাস করেন সেলেসাওদের দলে ফিরে নিজের মূল্যবান অভিজ্ঞতা যোগ করতে পারবেন।

সর্বশেষ ২০১৪ সালের অক্টোবরে তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেছেন, আমি মনে করি নিজের অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারবো। জাতীয় দলে এই মুহূর্তে ফেরাটা সত্যিই বিশেষ এক অর্জন। দুঙ্গার পরিকল্পনা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে কোস্টারিকা ও যুক্তরাস্ট্রের বিপক্ষে যদি সুযোগ পাই তবে আমি প্রমাণ করবো বাছাইপর্বেও খেলার অধিকার আমার রয়েছে। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কাকা ব্রাজিলের হয়ে ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে দুঙ্গার অধীনে কনফেডারেশন কাপ জয়েও তার গুরুত্বপূর্ণ অবদান ছিলো।