ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখার মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার: গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানী তেলের মূল্য এক তৃতীয়াংশ কমে গেছে, তখন বাংলাদেশের মানুষ এর কোনো সুফল ভোগ করতে পারছে না। উল্টো বিদ্যুত-গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দামও তর তর করে বাড়ছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপাতি প্রভাষক আবুল হাসান, সেক্রেটারি ডা. জেনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু, ইমরান সরকার, অর্থ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান সরকার বিদ্যুত-গ্যাসের দাম বৃদ্ধি করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এ জনবিচ্ছিন্ন সরকার আইএমএম বিশ্ব ব্যাংকসহ দেশ-বিদেশের পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলোর সুযোগ করে দিতেই মূল্য বৃদ্ধি করে জনগণের নাভিশ্বাস তুলেছে। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে তেল গ্যাস বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করতে হবে। তা না হলে ইসলামী আন্দোলন সাধারণ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।