চুয়াডাঙ্গা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের অনুরোধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রিকশা-ভ্যান আটক অভিযান বন্ধের অনুরোধ জানিয়েছে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। জাতীয় সংসদের হুইপ, ডিসি, এসপিসহ বিভিন্ন দফতর প্রধানদের নিকট এ আবেদন পেশ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী যুক্ত স্বাক্ষরিত পেশকৃত আবেদনে বলা হয়েছে, গরিব ও অসহায় মানুষরাই রিকশা-ভ্যান চালিয়ে দু বেলা দু মুঠো আহার জোগায়। অথচ পুলিশ দরিদ্র রিকশা-ভ্যানচালকদের রিকশা-ভ্যান আটক করে হয়রানি করছে। দু বেলা দু মুঠো আহার জোগানোর উপকরণও কেড়ে নিচ্ছে। ফলে রিকশা-ভ্যান শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেধেছে। দেখা দিয়েছে চরম অসন্তোষ। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। গরিব অসহায় রিকশাচালকদের মুখের আহার কেড়ে না নেয়ার জন্য অনুরোধ জানিয়ে লিখিত আবেদন গতকাল বিভিন্ন দফতরে পেশ করা হয়।